অভাব ছিল নিত্যসঙ্গী। কোনও মতে টোটো চালিয়ে পেট চলত বনগাঁর বিমল বিশ্বাসের। আশা ছিল একদিন লটারি জিতবেন। সেই আশায় বুক বেঁধে প্রায় ৪০ বছর ধরে লটারি টিকিট কাটতেন। অবশেষে স্বপ্ন পূরণ। লটারি টিকিট কেটেই কোটিপতি হলেন বিমল বাবু।
উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁপাবেড়িয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। পেশায় ড্রাইভার ছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে চোখের সমস্যা দেখা যাওয়ায় এখন টোটো চালিয়ে দিন গুজরান করেন। কিন্তু ভাগ্য ফেরাতে প্রায় লটারি টিকিট কাটতেন।
আরও পড়ুন - মে মাস থেকেই শুরু হবে মসজিদ তৈরির কাজ, জানাল ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন
গত ৪০ বছরের অভ্যাসবশত এই রবিবারে লটারি টিকিট কেটেছিলেন। কিন্তু ভাবেননি ভাগ্য বদল হবে। রাতে ফল প্রকাশ হতেই চক্ষু ছানাবড়া। টিকিট মেলাতেই দেখা গেল এক কোটির পুরস্কার জিতেছেন তিনি।
স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন ওই বৃদ্ধ এবং তাঁর পরিবার। এই টাকা দিয়ে পাকা বাড়ি করবেন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন আর নিজের চোখের চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন কোটিপতি বিমল বাবু।