অবশেষে স্বস্তি।
১০০ ঘণ্টা পেরিয়ে অবশেষে স্বাভাবিক হল বালি ব্রিজের যান চলাচল। সপ্তাহের প্রথম দিনে হাঁফ ছেড়ে বাঁচলেন নিত্যযাত্রীরা। রেল ব্রিজ মেরামতির জন্য গত ২২ জানুয়ারি রাত থেকে বালি ব্রিজের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছিল। নিত্যযাত্রীদের অভিযোগ ছিল, রাস্তা বন্ধ করার ব্যাপারে তাঁদের কাছে আগাম কোনও তথ্য ছিল না।
ফলে কলকাতার দিকে আসার সময় গত কয়েকদিনে বিস্তর ভোগান্তি সহ্য করতে হয়েছে অফিসযাত্রীদের। এমনকী, বাড়ি ফেরার সময়ও একই জ্বালা সহ্য করতে হয়েছে। যদিও রেল জানিয়েছে, সিসিআর ব্রিজের সংস্কারের কাজের কথা অনেক আগেই জানানো হয়েছিল।