বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র । সম্প্রতি, সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, সিবিআই তদন্তকে ভয় পাচ্ছে তৃণমূল । এমনকী, তৃণমূলের প্রকাশ করা অডিও নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি কুণাল ঘোষ ।
শুভেন্দু সাংবাদিক বৈঠকে বলেন, “পুরো ঘটনার পিছনে তৃণমূল রয়েছে। তৃণমূলে ষড়যন্ত্রটাকে চিহ্নিত করতে হবে । ওঁরা কাল রাত থেকে এত ভয় পাচ্ছে কেন? ঘটনাস্থল তো ওড়িশা ।" দুর্ঘটনার পরের দিন দুই রেল আধিকারিকের কথোপকথন পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । নাম না করে তাঁর কাছে কীভাবে এই কথোপকথন এল, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা । এটা সিবিআই তদন্তে আসা উচিৎ । যদি তা না আসে, তাহলে আদালতে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু ।
কুণাল ঘোষের পাল্টা হুঁশিয়ারি, ভাববাচ্যে কেন কথা বলছেন শুভেন্দু, তাঁর নাম নিয়ে যা বলার বলুক । তাঁর কথায়, আমার নাম কেন নিচ্ছে না ? মানহানি কাকে বলে, তারপর বুঝিয়ে দেব । ব্ল্যাকমেইলার, চিটিংবাজ বলেও শুভেন্দুকে আক্রমণ করেন তিনি ।