রেশন দুর্নীতি মামলাতেও এবার মিডলম্যান যোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের এজেন্টদের হাত ঘুরেই দুর্নীতির টাকা উঠত মন্ত্রীদের ঘরে। কোনও সরকারি দফতরে সরাসরি সেই টাকা যেত না ,তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। বরং এজেন্টদের হাত ঘুরে টাকা পৌঁছনোর পর বাকিবুরকে জানানো হত ডেলিভারি হয়ে গিয়েছে।
এবার এই মিডল ম্যানদের জিজ্ঞাসাবাদের পথে হাঁটবে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতি , পুর দুর্নীতি কাণ্ডেও একেরপর এক সার্জিকাল স্ট্রাইক করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি।
Matthew Perry Dies : ৫৪-তেই থেমে গেল চ্যান্ডলার-এর হাসি, প্রয়াত অভিনেতা ম্যাথু পেরি
উল্লেখ্য, রেশন দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছিল সিনেমা প্রযোজনাতেও। প্রাথমিক তদন্তে এমনই তথ্য পেয়েছে ED-র গোয়েন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, পুরো কাজটি পরিচালনা করতেন ইডির হাতে ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এবং সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।