নন্দীগ্রাম আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করায় শুভেন্দুর বিরুদ্ধে মুখ খোলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারপরেই শুভেন্দু তাঁকে 'ভাঁড়' বলে কটাক্ষ করেন। এবার শুভেন্দুর সেই মন্তব্যের প্রতিবাদ জানালেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর দাবি, 'ভন্ডামির চেয়ে ভাঁড়ামি অনেক ভাল'।
লক্ষ্মীপুজোর দিন সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী সুর চড়ান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর দাবি, নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবার না থাকলে মমতার আর মুখ্যমন্ত্রী হওয়া হত না। এরপরেই 'শীতঘুম' ভেঙে জেগে ওঠেন শোভন চট্টোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে ফেটে পড়েন তিনি। শুভেন্দুর বিরুদ্ধে সত্যকে বিকৃত করার অভিযোগও আনেন তিনি। এর প্রেক্ষিতেই শোভনকে কটাক্ষ করে শুভেন্দু 'ভাঁড়' বলেন। তাঁর ওই কথার কোনও জবাব দিতে চান না বলেও জানান রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন- Suvendu Adhikari: নন্দীগ্রাম নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর, মন্তব্যের বিরুদ্ধে সরব শোভন চট্টোপাধ্যায়