Partha Chatterjee Memes : পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের বন্যা, বাদ গেলেন না শোভন-বৈশাখীও, ক্ষোভ বৈশাখীর

Updated : Jul 30, 2022 14:25
|
Editorji News Desk

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrested) । মন্ত্রী 'ঘনিষ্ঠ' অর্পিতাকে (Arpita Mukherjee) আটক করা হয়েছে বলে ইডি (ED) সূত্রে খবর । যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি । এদিকে, অর্পিতার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের পরই পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের (Partha-Arpita Memes) বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায় । সেইসঙ্গে আরও দুটো নাম উঠে আসছে । পার্থ-অর্পিতার সঙ্গে হাসি-মসকরার পাত্র হচ্ছেন শোভন-বৈশাখীও (Sovan-Baisakhi)। কেউ লিখেছেন, "শোভন-বৈশাখী এখন অতীত, বাংলার নতুন জুটি পার্থ-অর্পিতা" । কেউ আবার লিখেছেন, "একা শোভনের বৈশাখী নয়, পার্থদারও অর্পিতা আছে । "  এই নিয়েই এবার সরব হয়েছেন বৈশাখী (Baisakhi) । তাঁর প্রশ্ন, তাঁদের প্রসঙ্গ কেন টেনে আনা হচ্ছে ? সাইবার সেলে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি ।

ক্ষোভ উগড়ে দিয়ে বৈশাখী বলেছেন, তাঁর বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি । তাঁর কথায়, "উই আর নট পার্টনারস ইন ক্রাইম । যাঁরা অপপ্রচার করছেন, তাঁরা সারদা কর্তার সঙ্গে দেবযানির কথা টানুন।” অর্থাৎ, বৈশাখী বলতে চাইছেন, এধরনের দুর্নীতিতে তাঁদের নাম কোনওদিন জড়ায়নি । তাঁর অভিযোগ, ভুল প্রসঙ্গ টেনে অপপ্রচার চলছে । 

আরও পড়ুন, Partha Chatterji's ED Custody: পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
 

উল্লেখ্য, শুক্রবার থেকে টানা ২৭ ঘণ্টা জেরা ও তল্লাশির পর শনিবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে আটক করা হয়েছে অর্পিতাকে। তবে অসমর্থিত সূত্রের খবর তাঁকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকালে ইডি জানায়, রাতভর গোনার পর সেই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২১ কোটি। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ২ লক্ষ টাকা। ৫৪ লক্ষ টাকার বেশি বিদেশি মুদ্রা। ৮৯ লক্ষ টাকার গয়না। এবং আটটি ফ্ল্যাটের দলিলও পাওয়া গিয়েছে।

Baishakhi BanerjeeArpita MukherjeePartha Chatterjeessc scamMeme

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর