আর কয়েকদিন পর রাজ্যে হবে পঞ্চায়েত ভোট। তারপর আগামী বছর লোকসভার ভোট। তার আগে বৃহস্পতিবার রাজ্যের একমাত্র উপ-নির্বাচনের ফলে বেশ বড়ই ধাক্কা খেল শাসক তৃণমূল কংগ্রেস। গত বারো বছরে এই প্রথম তাদের দখলে থাকা আসনে হেরে গেল তৃণমূল। ২০১১ সাল থেকে মুর্শিদাবাদ জেলার এই সাগরদিঘিতে জিতছে তৃণমূল। সেই আসনেই এবারের উপ-নির্বাচনে ২৫ হাজার ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস। এই জয়ের ফলে ২০২১ সালে বিধানসভা ফলে শূন্যের গ্লানি মুছল কংগ্রেস।
রাজনৈতিক মহলের দাবি, সাগরদিঘির ভোটের গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে মনে হচ্ছে সংখ্যালঘু ভোট ফের নিজেদের পালে টানতে পেরেছে কংগ্রেস। এখনও পর্যন্ত কাজ করেছে সংখ্যালঘু মুখের ফ্যাক্টরও। একইসঙ্গে ফ্যাক্টর হতে পারে বিজেপির ভোট কমার ঘটনা। কারণ, গত বিধানসভা ভোটে দ্বিতীয় হয়েছিলেন বিজেপির মাফুজা খাতুন। এবার সেই জায়গাটা হারিয়েছে গেরুয়া শিবির। এখন পর্যন্ত যা খবর, তাতে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি।
মূলত, তৃণমূল- বিজেপির ভোট কাটাকাটির ফায়দা তুলেছেন জোট প্রার্থী। ইতিমধ্যেই বাইরনের বড় জয়ের ব্যাপারে আশাবাদী বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তাঁর দাবি, তৃণমূল থেকে রাজ্যবাসীর আস্থা সরে যাচ্ছে।