আনিস খান (Anish Khan) কাণ্ডে ধৃত ২ পুলিশকর্মীর জামিন নাকচ করল জেলা আদালত। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হয় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক পুলিশ প্রীতম ভট্টাচার্যকে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ মার্চ।
আনিস খানের মৃত্যুর ঘটনায় দুই পুলিশকর্মীর বিরুদ্ধে ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে হাওড়া গ্রামীন পুলিশ। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে আনিস খানের মামলার শুনানিতে আদালতে পেশ করা হয় দুই পুলিশকর্মীকে। সেখানে জামিনের আবেদন করেন তাঁরা। কিন্তু সেই আবেদন নাকচ করে দেন বিচারক। আনিস খানের বাবার আইনজীবী আহমেদ মিদ্যা জানান, কিছু গাড়ি, বাইক ও পুলিশের পোশাক হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ফের ট্রেনে দেওয়া হবে বালিশ-কম্বল, ফিরছে পুরানো ব্যবস্থা
এদিকে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও তদন্ত রিপোর্ট জমা দেয়নি রাজ্যের বিশেষ তদন্তকারী দল। তদন্ত বর্তমানে কী অবস্থায় আছে, সওয়াল তুলে কলেজ স্ট্রিটে প্রতিবাদে নেমেছে এসএফআই। শাসক দলের নেতা-মন্ত্রীরা বারবার আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং তাঁর ঘোষিত তদন্তে আস্থা রাখতে। যদিও ধৃত ২ পুলিশকর্মীর দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে। উপরতলার কর্তাদের নির্দেশেই এই কাজ করেছেন তাঁরা।