রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ের হোয়াটস্অ্যাপ হ্যাক করার অভিযোগ। স্টেটাস দিয়ে সেকথা জানান স্বয়ং মন্ত্রী। বাবুল জানান, হোয়াটস্অ্যাপে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ফোন হ্যাক করা হয়। হ্যাকিংয়ের পর তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা প্রায় ১৫০-২০০ জনের কাছে মেসেজ পাঠানো হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে খুব দ্রুত তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাতে চলেছেন।