বিধানসভার করিডোরে দুই মন্ত্রীর উত্তপ্ত 'বাদানুবাদ'। সোমবার বাবুল সুপ্রিয় (Babul Supriya) ও ইন্দ্রনীল সেনের (Indranil Sen) কথোপকথন কানে আসে সাংবাদিকদের। খোদ মুখ্যমন্ত্রীর ঘরের সামনে হাঁটার সময় বাক্য বিনিময় হয় দুজনের।
সূত্রের খবর, বাবুল সুপ্রিয় মেজাজ হারিয়ে ইন্দ্রনীল সেনকে জানান, কেন তাঁর কাজ আটকে দেওয়া হচ্ছে। শান্ত গলায় ইন্দ্রনীল সেনও বারবার বাবুলকে জানান, দিদিকে গিয়ে বলতে। এমন কথোপকথনে চমকে যান নিরাপত্তারক্ষীরাও। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও তথ্য ও সম্প্রচার দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বৈঠক শেষে বেরোনোর সময় এই কথোপকথন শোনা যায়।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী চান না', রাজ্যের কোথাও বাড়ছে না বাস ভাড়া, জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী
ইন্দ্রনীলকে বাবুল বলেন, "তুমি কেন আমার দফতরের কাজ আটকাচ্ছ!" ইন্দ্রনীল জানান, বাবুল যেন দিদিকে গিয়ে বলে। বাবুল পাল্টা জানান, তিনি বলেছেন, দরকার হলে ফের বলবেন। ইন্দ্রনীল তখন জানান, এভাবে এখানে কথা না বলতে। দুই নেতার মধ্যে উত্তপ্ত কথোপকথন হয়।