আয়ুর্বেদ চিকিৎসার বড় জয়। এবার থেকে আয়ুর্বেদ চিকিৎসকদের দেওয়া ডেথ সার্টিফিকেটও এমবিবিএস চিকিৎসকদের সমান মান্যতা পাবে বলেই খবর। ফলে শুধু এমবিবিএস চিকিৎসক নয়, এবার থেকে একই শ্রেনীভুক্ত হলেন আয়ুর্বেদ চিকিৎসকরাও। গেজেট নোটিফিকেশন জারি করে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানালো রাজ্য সরকার।
রাজ্য-কেন্দ্রের সিদ্ধান্তের পরেও আয়ুর্বেদিক চিকিৎসকদের দেওয়া ডেথ সার্টিফিকেট নিয়ে নানান সমস্যায় পড়তে হত মানুষকে। দেহ সৎকার করতে গিয়ে মৃতের পরিজনদের ফিরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এমনকি বহু সময় আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ধারক-বাহকরা এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে বসতেন। ফলে এই দুই শ্রেণির চিকিৎসকদের দড়ি টানাটানিতে দীর্ঘদিন ধরে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। ফলে রাজ্যের এই গেজেট নোটিফিকেশনকে দীর্ঘদিনের আন্দোলনের জয় হিসেবেই দেখছেন আয়ুর্বেদিক চিকিৎসকদের একাংশ।
উল্লেখ্য, কেন্দ্রের তরফে এ সংক্রান্ত একটি আইন দীর্ঘদিন ধরেই আছে। সেই আইন অনুযায়ী আয়ুর্বেদ চিকিৎসকদের ডেথ সার্টিফিকেট দেওয়ার অনুমোদনও দেয় রাজ্য। কিন্তু বাস্তবে তা উপেক্ষিতই ছিল এতদিন। ফলে রাজ্যের গেজেট নোটিফিকেশনে এবার সেই জটিলতার অবসান ঘটল।