প্রায় ৭ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন শ্বেতা চক্রবর্তী । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর আর্জি, কোনও বিভ্রান্তিমূলক, কুরুচিকর, অপ্রমাণিত কথা যেন না ছড়ানো হয় । তদন্তের স্বার্থেই তাঁকে ডেকেছিল ইডি । যথাসম্ভব সাহায্য করেছেন তিনি ।
নিয়োগ-দুর্নীতি কাণ্ডে এদিন অয়নের বান্ধবীকে তলব করেছিল ইডি । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছেন শ্বেতা । বেরোলেন তখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা । শ্বেতা ইডি দফতর থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম । ইডি দফতরে ঢোকার সময় কোনওরকম মন্তব্য না করলেও, বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন তিনি । শ্বেতা বলেন, "তদন্তের স্বার্থে আমাকে ইডি ডেকেছিল। আমি যথাসম্ভব সাহায্য করেছি। আশা করি, আমাকে আর আসতে হবে না।"
শ্বেতার সঙ্গে অয়নের টাকার লেনদেনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "দয়া করে বিভ্রান্তিমূলক, কুরুচিকর, অপ্রমাণিত কথা প্রচার করে কাউকে সামাজিক ভাবে অপদস্থ করবেন না ।"