পাকা বাড়ি থাকলে কোনওভাবেই মিলবে না প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) সুবিধা। পাকা বাড়ি থাকতেও নাম উঠলে তা বাতিল করা হবে। মঙ্গলবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানিয়ে দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পাশাপাশি কোনও প্রভাবশালীর প্রভাবেও এই কাজ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবেন বলেও জানান তিনি।
এদিন নবান্নে পঞ্চায়েতের শীর্ষ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন মুখ্যসচিব। রাজ্যের বেশ কিছু জেলার কাজ নিয়ে অসন্তোষ ও প্রকাশ করেন তিনি৷ এবং সাফ জানিয়ে দেন পাকা বাড়ি থাকলে কোনওভাবেই মিলবে না আবাস যোজনার ঘর।
বিভিন্ন জেলাত অযোগ্যরাও প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে আবাস যোজনার ঘর নিয়েছে, এবার এই অব্যবস্থার বিরুদ্ধেই আরও কড়া হল প্রশাসন। জানানো হয় কোথাও কোনও আইনশৃঙ্খলার অবনতির খবর পেলে সঙ্গে সঙ্গে নবান্নের জানাতে হবে। প্রকল্প সংক্রান্ত সমস্ত নিয়ম মানার নির্দেশ ও দেন মুখ্যসচিব।