লম্বা লম্বা প্রাইড মিছিল বেরোচ্ছে তিলোত্তমার রাস্তায়, বাতিল হয়েছে ৩৭৭ ধারাও। কিন্তু সমাজে বাস্তবিক ক্ষেত্রে তার প্রভাব আদৌও রয়েছে কি না, তা নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন। এবার এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ। দুই তরুণী সমকামী সন্দেহেই তাঁদের বেধড়ক মারধর করে ধর্ষণ করার চেষ্টা চালানো হয়েছে, এবার এমনই অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে৷ এমনকি এক যুবতীর যৌনাঙ্গে গরম লোহার রড ঢোকানোর অভিযোগ উঠেছে।
এই ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। নির্যাতিতার পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনায় পুলিশের হাতে ধৃত একজন।
পুলিশ সূত্রে খবর, গত ২৫ অক্টোবর নির্যাতিতা এক তরুণী তার প্রতিবেশী বান্ধবীর বাড়িতে ঘুমিয়েছিলেন। তখনই দরজা ভেঙে ঢুকে দুই যুবতীকে 'সমকামী' তকমা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর দুই যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এক নির্যাতিতাকে তড়িঘড়ি ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। আরেকজন কোনও মতে পালিয়ে বাঁচেন।