বিহারে ফের বিষমদ কাণ্ডে(Toxic Liquor Case) মৃত্যু হল ১৭ জনের। মৃত্যুর সংখ্যা বাড়তে পারেও বলে আশঙ্কা চিকিৎসকদের। বেশ কয়েক বছর আগেই মদ নিষিদ্ধ করা হয় বিহারে(Toxic Liqur Case in Bihar)। কিন্তু তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে নীতিশ-প্রশাসনের অন্দরে(Nitish Kumar on Bihar Toxic Liquor Case)।
পুলিশ সূত্রে খবর, বিহারের(Bihar Toxic Liquor Case) সরন জেলার ইশুয়াপুরের এক গ্রামে বিষমদ খেয়ে বাড়িতেই মারা যান ৪ জন ব্যক্তি। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Chapra District Hospital) ভর্তি করানো হয়েছিল। ছাপরা জেলা হাসপাতালে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন ১৭ জন। তবে বিষমদ(Bihar Toxic Liquor Case) খেয়ে মোট অসুস্থের সংখ্যা এখনও জানা যায়নি। অন্যদিকে, আরও কিছু গ্রামবাসী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর।
আরও পড়ুন- Uttar Pradesh News : স্কুলে সহপাঠীর সঙ্গে মারামারি, মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রের
আপাতত বিষমদ কাণ্ডে মৃত ৬ জনের নাম-পরিচয় জানিয়েছে বিহার পুলিশ(Bihar Police)। মৃতরা হলেন সঞ্জয় সিংহ, কৃপল কুমার, পরেন্দ্র রাম, বীরেন্দ্র রাম, অমিত রঞ্জন এবং গোপাল শাহ। এঁদের মধ্যে অমিত নামক ব্যক্তিটি হাসপাতালে(Chapra District Hospital) মারা গেলে দেহ হেফাজতে নেয় পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের(Post Mortem Report) ওপর ভরসা করছেন পুলিশ-প্রশাসন। তবে মৃতদের পরিবারের দাবি, বিষমদের(Bihar Toxic Liquor Case) জেরেই এই মৃত্যু ঘটেছে।
বুধবার ঘটনার আঁচ এসে লাগে বিহার বিধানসভাতেও(Bihar Assembly)। বিরোধী বিজেপি শিবিরের(BJP on Bihar Toxic Liquor Case) অভিযোগ, বিহারে নীতিশ সরকারের মদ-বন্ধের ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখালো এই ঘটনা। স্থানীয় বিজেপি বিধায়ক এই ঘটনায় নীতীশ সরকারকে(Nitish Kumar Govt.) কাঠগড়ায় তুলেছেন। এরপর বিধানসভায় বিরোধী বিধায়কদের স্লোগানে মেজাজ হারান নীতিশ কুমার(Bihar CM Nitish Kumar)।