চোখে তাঁর হাজারও স্বপ্ন । কিন্তু দারিদ্রতা সবসময়ের সঙ্গী । স্বাভাবিকভাবেই সাফল্যের সিঁড়ি চড়তে গিয়ে বারবার থেমেছেন, পড়েছেন । কিন্তু হার মানেননি । সব বাধা অতিক্রম করে এবার তিনি আরও এক সাফল্যের পথে পা বাড়ালেন । কথা হচ্ছে অ্যাথলিট বুল্টি রায়কে নিয়ে । জানা গিয়েছে, জাতীয় স্তরে সাফল্যের পর এবার আন্তর্জাতিক স্তরে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন বুল্টি । অলিম্পিক্সে যাওয়ার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগোলেন তিনি । কিন্তু, এখন তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ ।
তারকেশ্বরের মেয়ে বুল্টি টালির ঘরে দুই সন্তান ও স্বামীকে নিয়ে থাকেন । স্বামীর হকারির টাকা দিয়েই সংসার কোনওরকমে চলে যায় । কিন্তু, শ্রীলঙ্কায় গিয়ে আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গেলে এখন প্রায় ৫০ হাজার টাকা লাগবে । এত টাকা কোথায় পাবেন বুল্টি, মাথায় আসছে না তাঁর । তাই রাজ্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি । এছাড়া, চেনা-পরিচিত সবার কাছে সাহায্যের আবেদন করেছেন । শ্রীলঙ্কায় একবার যেতে পারলেই তিনি প্যারিসে অলিম্পিক খেলার স্বপ্নের দিকে একধাপ এগিয়ে থাকবেন ।
জানা গিয়েছে, জাতীয় স্তরে বুল্টি মোট ১৭টি সোনা জিতেছেন । জানা গিয়েছে, শ্রীলঙ্কায় আন্তর্জাতিক স্তরের খেলাটি অগাস্টে অনুষ্ঠিত হবে । সেখানে ৪০০ মিটার হার্ডলস, ২০০ মিটার হার্ডলস এবং ৪০০ মিটারে নামবেন বুল্টি।