কুড়মি আন্দোলনে বিপর্যস্ত ট্রেন চলাচল। খড়্গপুর ডিভিশনে আপ-ডাউন মিলিয়ে মোট ৪২টি ট্রেন বাতিল হয়েছে। ৭টি ট্রেনের যাত্রাপথে কাটছাঁট হয়েছে। পাশাপাশি, আপ-ডাউন লাইনে ৯টি করে প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে। তালিকায় রয়েছে ভাস্কো ডা গামা-জসিডি এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-পটনা এক্সপ্রেস, এলটিটি-রাঁচী এক্সপ্রেস, আলাপ্পুঝা-ধানবাদ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। বাতিল ঘোষিত হয়েছে দুরন্ত এক্সপ্রেসও।
বুধবার থেকে ‘রেল টেকা, ডহর ছেঁকা’ কর্মসূচি শুরু করেছে কুড়মিরা। তফসিলি উপজাতি ও সারনা ধর্মের স্বীকৃতি চেয়ে ফের তাঁরা পথে নেমেছেন। কুস্তাউর রেল স্টেশনের পাশাপাশি ক্ষেমাশুলিতে জাতীয় সড়ক অবরুদ্ধ করে চলছে 'ঘাঘর ঘেরা' কর্মসূচি।
আরও পড়ুন- Cooch Behar News: ছোট মেয়ের প্রেমের জের, তৃণমূল নেতা, তাঁর স্ত্রী ও বড় মেয়েকে কুপিয়ে খুন