রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট করে এই কথা জানান তিনি। সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় নতুন উপাচার্য হলেন নৃত্যবিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়। এদিকে, সদ্যসমাপ্ত বিধানসভা অধিবেশনে পাশ হয়েছে নতুন আচার্য বিল। সেই বিল অনুযায়ী রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপায়।
আচার্য বিল পাশের পরও তা এখনও কার্যকরী হয়নি। বিলটিতে এখনও রাজ্যপাল স্বাক্ষর করেননি। এ নিয়ে টানাপোড়েনের মাঝেই বৃহস্পতিবার নিজের ক্ষমতাবলে রবীন্দ্রভারতীর নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
শুক্রবার এই বিষয়ে প্রতিক্রিয়া দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বলেন, ”রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা ঠিক হয়নি।এটি নৈতিকতার প্রশ্ন।” এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, তিনি এখনও কোনও উপাচার্যের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি হাতে পাননি।
প্রসঙ্গত, আচার্য বিলটি এখন রাজভবনের সবুজ সংকেতের অপেক্ষায়। রাজ্যপাল সই না করলে সংশোধিত বিলটি আইনে পরিণত হবে না। তাই এখনও রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপালই। তবে স্পিকার প্রশ্ন তুলেছেন, আচার্য বিলে সংশোধনী পরও কেন তাতে স্বাক্ষর না করে রাজ্যপাল নিজের ক্ষমতাবলে উপাচার্য নিয়োগ করলেন? এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি (Biman Banerjee)।