বিধানসভার অধিবেশন চলাকালীন নজিরবিহীন হাতাহাতিতে জড়ালেন শাসক এবং বিরোধী দলের বিধায়করা। এক তৃণমূল বিধায়কের (TMC MLA) নাক ফেটে রক্তারক্তি কাণ্ড হল। হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। বিজেপির (BJP) দাবি, তাঁদেরও একাধিক বিধায়ক আহত। ঘটনার জেরে ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) , মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Manoj Tigga) ছাড়াও আরও তিন বিধায়ক নরহরি মাহাতো, শংকর ঘোষ ও দীপক বর্মণকে সাসপেন্ড করা হয়েছে।স্পিকারের দাবি, বিজেপি বিধায়করাই আক্রমণকারীর ভূমিকায় ছিলেন। তাঁরা মহিলা নিরাপত্তারক্ষীদের উপরেও চড়াও হয়েছেন। বিজেপি বিধায়কদের আক্রমণে আহত হয়েছেন ১৬ জন তৃণমূল (TMC) বিধায়ক।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি, স্পিকার চরম পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। মনোজ টিগ্গা-সহ একাধিক বিজেপি বিধায়কের আঘাত গুরুতর। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) দ্বারস্থ হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে বিজেপি বিধায়কদের মারধর করা হয়েছে। সাসপেনশনের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
অধিবেশনের শুরুতেই বীরভূমের রামপুরহাটের (Rampurhat) বগটুইয়ের নৃশংসতা নিয়ে সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তারপরেই শুরু হয় সংঘর্ষ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar) নাক ফেটে রক্ত ঝরতে থাকে। তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী তাঁর নাকে ঘুষি মেরেছেন। তৃণমূলের অভিযোগ, অসিতকে বিধানসভার মেঝেতে ফেলে মারধর করা হয়। পরে অসিতকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরও পড়ুন: West Bengal Assembly:বিধানসভার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে ফোন ফিরহাদকে, নিন্দায় স্পিকার
শুভেন্দু পাল্টা দাবি করেন, অধ্যক্ষের সামনেই বিজেপি বিধায়কদের আক্রমণ করেছেন কলকাতা পুলিশের সাদা পোশাক পরা কর্মীরা। তাঁর দাবি, শওকত মোল্লা-সহ আটজনের একটি দল বিজেপি বিধায়কদের ওপর হামলা চালিয়েছে। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। কিল-ঘুষি মারা হয়েছে। রেহাই পাননি মহিলা বিধায়ক চন্দনা বাউরি ও তাপসী মণ্ডলের মতো অনেকেই।
বিধানসভায় বেনজির মারামারির ঘটনায় পারদ চড়ছে। দার্জিলিং থেকে স্পিকার ও ফিরহাদকে ফোন করে বিষয়টি সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে এর আগেও উত্তাপ ছড়িয়েছে অনেকবার৷ কিন্তু বিধানসভার ভিতরে ঘুষোঘুষি করছেন বিধায়করা, কারও নাক ফাটছে, কারও জানা ছিঁড়ছে- এমন দৃশ্য আগে দেখেনি বাংলা।
আরও পড়ুন: Suvendu Adhikary: সাদা পোশাকের পুলিশ দিয়ে বিধানসভায় মার বিজেপি বিধায়কদের, অভিযোগ শুভেন্দুর