মোটরবাইকে চেপে রাঙাপানির দুর্ঘটনাস্থলে পৌঁচ্ছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। এদিন দিল্লি থেকে বাগডোগরায় হাজির হন তিনি। এরপর স্থানীয় এক ব্যক্তির বাইকে চেপেই রওনা দেন ঘটনাস্থল রাঙাপানির দিকে। ঘটনাস্থলে গিয়ে তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। আহতদের পরিবারদের দেওয়া হবে আড়াই লক্ষ টাকা। এদিকে, এই ট্রেন দুর্ঘটনার পিছনে মালগাড়ির চালকেই দায়ী করেছে রেল। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক এবং সহ চালক।
রেলের তরফে দুর্ঘটনার কারণ নিয়ে কিছুই জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে একটি লাইনে দুটি ট্রেন পরপর এসে গিয়েছে। এবং সেকারণে দুর্ঘটনা ঘটেছে। যদিও সেক্ষেত্রে কবচ (KAVACH) প্রযুক্তি কেন কাজ করল না সেনিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে চালকের এবং সিগন্যালম্যানের গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সাড়ে ৮টা নাগাদ রাঙাপানি স্টেশন পেরোনোর পরেই দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি।