বিশ্বকাপ (World Cup) জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। পছন্দের ফুটবলারদের শ্রদ্ধা জানাতে হরেক উপায়। কারও চুলের ছাঁট, কারও দেওয়াল লিখন। কেউ বা দলের জার্সি পরে সারাদিন ঘোরেন। প্রিয় ফুটবলারদের শ্রদ্ধা জানাতে অভিনব উপায় বাছলেন আসানসোলের রূপম মুখোপাধ্যায়।
আসানসোলের (Asansol) বার্নুপুর রোডের ডলি লজ এলাকার বাসিন্দা রূপম। লিফ আর্টের (Leaf Art) সাহায্যে প্রিয় ফুটবলারদের শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। গাছের পাতার কালির সাহায্যে ফুটিয়ে তুলছেন নেইমার, এম্বাপেদের। আবার কখনও বিশ্বকাপ ট্রফির ছবিও ধরা পড়ছে তাঁর শিল্পে।
আরও পড়ুন- বস বাজে, ৫০ শতাংশ কর্মী চাকরি ছাড়েন এই কারণেই চাকরি ছাড়েন
রূপম মুখোপাধ্যায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। ছোট থেকেই ছবি আঁকা, কবিতা লেখা কুইজ সহ বিভিন্ন বিষয়ে তাঁর উৎসাহ। তেমন ভাবেই লকডাউনের সময় গাছের পাতা কেটে ছবি তৈরি করতে শুরু করেন। সেই সময় থেকেই এই লিফ আর্টের মাধ্যমে একের পর এক শিল্প তৈরি করেছেন রূপম।