আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে ঘূর্ণিঝড় অশনির (Asani) অবস্থান পুরী থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে, বঙ্গোপসাগরে। ১০ তারিখ অবধি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অশনি পৌঁছবে অন্ধ্র উপকূলে।
এর পরেই ঘূর্ণিঝড়টি (Cyclone Ashani) বাঁক নেবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এবং প্রবেশ করবে ওড়িশার উপকূলে। তবে এই বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল হতে শুরু করবে তীব্র ঘূর্ণিঝড়টি। শক্তি কমিয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে আবার ঘূর্ণিঝড় হয়ে যাবে অশনি। শক্তিক্ষয়ের এই পদ্ধতি ৩৬ ঘণ্টা ধরে চলবে।
৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত বাংলার উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়া ও কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে সোমবার বিকেলে। ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি। চার দিন ধরে এই ক’টি জেলায় মিলিয়ে-মিশিয়ে বৃষ্টি হবে।
ইতিমধ্যেই মৎস্যজীবী, কৃষক এবং পর্যটকদের সতর্ক করা হয়েছে, তবে মনে করা হচ্ছে, বাংলায় ঢোকার আগেই দুর্বল হয়ে পড়বে অশনি।