প্রায় দু বছর পর ছন্দে ফিরেছে বেলুড় মঠ। এবার পুজো হচ্ছে মহা ধূমধামের সঙ্গে। নিষ্টা ভরেই সম্পন্ন হল নবমীর আরতি। কলকাতা পাশাপাশি জেলাতেও নবমীর রাতে ভিড়ের দাপট। কারণ, হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দশমীতেও উত্তর এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তাই নবমীর সন্ধ্য়া নামতেই জেলাও ঢল নামল।
এবার বুর্জ খালিফার বছর। রাজ্যের একাধিক জেলায় দুবাইয়ের এই বাড়ির আদলে মন্ডপ হয়েছে। ব্যকিক্রম নয় হুগলির জিরাট। তাদের লেজার শো লোক টানতে। গত কয়েকদিনের মতো নবমীতেও লোক টেনে স্থানীয় এই ক্লাবের প্য়ান্ডেল।
তামিলনাড়ুর মন্দিরের আদলে এবার প্যান্ডেল তৈরি করছে কল্য়াণীর একটি ক্লাব। সন্ধ্য়া নামতেই লম্বা লাইন মণ্ডপের সামনে। এছাড়া হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ জঙ্গলমহলের জেলাতেও রাতে বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছে। তুলনায় রাত বাড়তে ভিড় কম উত্তরবঙ্গের জেলাগুলিতে। সন্ধ্য়াতেও সেখানকার বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। দশমীতে বেশি বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গেই।