দিল্লিতে কুস্তিগিরদের আন্দোলনে আগেই সরব হয়েছিলেন। এবার সরকারের পক্ষ থেকে কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে কুস্তিগিরদের আন্দোলন নিয়ে এবার কলকাতায় মিছিল করবেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল হবে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "আজ দুপুরে ওদের সঙ্গে ফোনে কথা হয়। ওদের জানিয়েছি, তোমাদের সঙ্গে আছি। আপনাদের সম্পূর্ণ সমর্থন করছি। আপনারা দেশের জন্য পদক জিতেছেন। আপনারা আন্দোলন করুন। আমরা সম্পূর্ণভাবে পাশে আছি।"
এরপরই মুখ্যমন্ত্রী কলকাতার মিছিল নিয়ে জানান। তিনি বলেন, "কাল আমাদের ক্রীড়ামন্ত্রীকে বলেছি, অ্যাথলেটদের নিয়ে একটি মিছিল করা হোক। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে।"