Binpur News : মাওবাদী পোস্টার সাঁটানোর অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে গ্রেফতার দুই

Updated : Apr 25, 2022 17:29
|
Editorji News Desk

মাত্র কয়েকদিনের জঙ্গলমহলে (Jangalmahal) মাওবাদী পোস্টারের (Mao poster) উৎস্য কার্যত বার করে ফেলল পুলিশ (Police)। সোমবার এই পোস্টার লাগানোর অভিযোগে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) বিনপুর (Binpur) থেকে গ্রেফতার করা হয়েছে রাজু সিং (Raju Singh) এবং পূজা সিং (Puja Singh) নামের এক যুবক-যুবতীকে। পুলিশ সূত্রে খবর, জেরায় রাজু জানিয়েছেন, পাঁচ-ছ মাস আগে মেদিনীপুরের সাঁকরাইলের বাসিন্দা প্রথম স্ত্রীর সঙ্গ ছেড়ে বিনপুরের কাঁকোয় এসে থাকতে শুরু করেন। তাঁরাই পোস্টার লিখে দিকে দিকে সাঁটিয়ে দিতেন। তবে কে তাঁদের পোস্টার লিখে সাঁটানোর নির্দেশ দিতেন, তার খোঁজ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, টাকার বিনিময়ে রাজু এবং পূজা এই কাজ করতেন। কিন্তু তাঁদের এই টাকা কে বা কারা দিতেন, সেই সন্ধান শুরু করেছে পুলিশ।

গত কয়েকদিন ধরে লাগাতার জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চল থেকে মাওবাদীদের নাম করে পোস্টার পড়ছিল। মূলত জঙ্গলমহলের তৃণমূল (Tmc) নেতাদের টার্গেট করে এই পোস্টার লেখা হচ্ছিল। এরমধ্যে ঝাড়গ্রামে (Jhargram) দিনে দুপুরে গুলি চালানোর ঘটনায় আরও সতর্ক হয় প্রশাসন। এসবের মধ্যে সোমবার বিনপুরের নারায়ণপুর (Narayanpur) অঞ্চল থেকে ফের মাওবাদী পোস্টার উদ্ধার হয়।

আরও পড়ুন : মাওবাদী সন্দেহে ধৃত টিপু ও অর্কদীপের আট দিনের পুলিশ হেফাজত

এদিন সকালে পুলিশকে নিশানা করে এই পোস্টার দেখা যায়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ এসে সেই পোস্টার উদ্ধার করে। এরপরেই শুরু হয় কারা এই পোস্টার দিচ্ছে, তার সন্ধান। সেই খোঁজ করতে গিয়ে রাজু এবং পূজাকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মাওবাদী পোস্টার। সম্প্রতি যেসব পোস্টার পড়েছিল ঝাড়গ্রামে, সেই হাতের লেখার সঙ্গে সিং দম্পতির বাড়ি থেকে উদ্ধার পোস্টারের হাতের লেখার মিল পেয়েছে পুলিশ।

 

West midnapurWEST BANGALMaoistPosterArrest

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর