এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা চলছে । তা হল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) 'বন্ধুত্ব' । এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত । তাঁদের নিয়ে মিমও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় । এসবের মাঝে এবার পার্থ-অর্পিতার 'বন্ধুত্ব' (Partha-Arpita Friendship) প্রসঙ্গে মুখ খুললেন অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় (Minati Mukherjee) ।
পার্থ-অর্পিতার মধ্যে আদৌ কোনও 'বন্ধুত্ব' আছে কি না, সেই সংবাদমাধ্যমকে মিনতিদেবী বলেন, ‘‘বন্ধুত্ব আছে কি না জানি না । একটা অতবড় বয়স্ক লোকের সঙ্গে বন্ধুত্ব থাকবে কি না, আমার মনে এ সব প্রশ্ন জাগেনি ।’’ অর্পিতার মা থাকেন বেলঘরিয়ার দেওয়ানপাড়ার পৈতৃক বাড়িতে । সেখানে বহু বছর আগে পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন । এমনই দাবি করেছেন অর্পিতার মা । উল্লেখ্য, মিনতি দেবী আগেই জানিয়েছিলেন, আইনে দোষ প্রমাণিত হলে শাস্তি হবে । সে তাঁর মেয়ে হোক বা অন্য কেউ ।
আরও পড়ুন, SSC Scam: ২০১২ সালে শিক্ষা নিয়োগ দুর্নীতির শুরু, দাবি ইডির
ইডির তরফে দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ'অর্পিতা । ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়িগুলি থেকে উদ্ধার হওয়া টাকা পার্থের । ইডির জেরায় এমনই দাবি করেছেন অর্পিতা । পাশাপাশি, অর্পিতা এবং পার্থর নামে একাধিক সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি । তদন্তে উঠে এসেছে, একাধিক বিলাসবহুল ফ্ল্যাটও নাকি অর্পিতাকে উপহার দিয়েছেন পার্থ । পাশাপাশি, একাধিক অনুষ্ঠানে পার্থ-অর্পিতার ফ্রেমবন্দি ছবি ও ভিডিয়ো দেখা গিয়েছে নেটমাধ্যমে । যদিও, এই বিষয় নিয়ে মুখ খোলেননি পার্থ বা অর্পিতা কেউই ।