Arpita Mukherjee:পার্থর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল অর্পিতার, পাঠাতেন খাবার, জানালেন গাড়ির চালক

Updated : Aug 06, 2022 15:14
|
Editorji News Desk

গত সাত মাস ধরে অর্পিতা মুখোপাধ্য়ায়ের গাড়ি চালাতেন প্রণব ভট্টাচার্য নামে এক যুবক। তিনি সংবাদমাধ্যমকে অর্পিতার জীবনযাত্রা সম্পর্কে একাধিক আকর্ষণীয় তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটে ইডির তল্লাশির সময় তাঁর গাড়ির চালক প্রণব ভট্টাচার্য (Pranab Bhattacharya)-কেও সেখানে রেখেছিল ইডি। নাকতলার অদূরেই প্রণবের বাড়ি। এক পরিচিত তাঁকে নিয়ে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে। সেখানে গিয়ে নিজের কনট্যাক্ট নম্বর দিয়ে এসেছিলেন প্রণব। তারপর তাঁকে ডায়মন্ড সিটিতে গাড়ি চালানোর কাজ দেওয়া হয়। প্রণব জানিয়েছেন, অর্পিতা নিজে চড়তেন একটি হোন্ডা সিটিতে। সেই গাড়ি চালাতেন প্রণব। এছাড়া ছিল একটি মিনি কুপার ও একটি মার্সিডিজ বেঞ্জ। কয়েক মাস আগে একটি মহিন্দ্রা অলটুরাস গাড়িও কেনা হয়েছিল। তবে সেগুলি প্রণব চালাতেন না।  তবে গত কয়েক মাস প্রণব মার্সিডিজ, মিনি কুপার গাড়িগুলি দেখতে পাননি। সেগুলি কোথায় সে ব্যাপারেও কিছু জানেন না বলে তাঁর দাবি।

Monkeypox:আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু, বাড়ছে আতঙ্ক

প্রণব জানিয়েছেন, বেশিরভাগ সময়ে তিনি ডায়মন্ড সিটি থেকে ম্যাডামকে নিয়ে যেতেন কসবার অফিসে। অর্থাৎ ‘ইচ্ছে’ বাড়িটিতে। যেখানে দু’দিন আগে টানা ১১ ঘণ্টা তল্লাশি চালিয়েছে ইডি। এছাড়া অর্পিতা যেতেন নেইল আর্টসের পার্লারগুলোতেও। মাঝে মধ্যে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সন্ধেয় যেতেন অর্পিতা। প্রণবের দাবি, পার্থর বাড়িতে যাওয়ার পর অর্পিতা কখনও কখনও তাঁকে গাড়ি নিয়ে চলে যেতে বলতেন বা গাড়ি রেখে বাড়ি চলে যেতে বলতেন। তারপর অর্পিতা কখন ফিরতেন তা প্রণব জানতে না।

প্রণব জানিয়েছেন, একবারই অর্পিতাকে নিয়ে তিনি কলকাতা থেকে অনেকটা দূরে বোলপুরে গিয়েছিলেন। তখন গাড়িতে ছিলেন অর্পিতার মা ও বোন।  প্রণবের দাবি, তিনি কিছু কিছু জানতেন না। এমনকি ম্যাডামকে কখনও একটা ছোট ভ্যানিটি ব্যাগ ছাড়া অন্য কিছু নিতেও দেখেননি। তবে বেলঘরিয়ার ফ্ল্যাটে একবার গিয়েছিলেন কিন্তু দাঁড়িয়েছিলেন পার্কিং জোনে, ফ্ল্যাটে ঢোকেননি। প্রণবের দাবি ডায়মন্ড সিটিতে তিনটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার।

প্রণব জানিয়েছেন, ফ্ল্যাটে কল্যাণ আসতেন নিয়মিত। সে অর্পিতার পার্লার দেখাশোনা করত। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা আসতেন। তাঁরা প্রায়ই সেখান থেকে খাবারদাবার নিয়ে যেতেন। অর্থাৎ পার্থর জন্য অর্পিতা মাঝেমধ্যে রান্না করেও পাঠাতেন বলে প্রণবের দাবি। সব মিলিয়ে অর্পিতার উপর পার্থ যে অনেকটাই নির্ভর করতেন তা প্রণবের কথায় স্পষ্ট।

 

Arpita MukherjeePartha Chatterjee Arrest

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর