সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে। এমনকি শিল্পীর বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় অভিযোগও দায়ের করেছেন সঙ্গীতশিল্পী অর্ণব চৌধুরীর স্ত্রী সুনিধি নায়েক। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।
শিল্পী সুনিধি নায়েকের বাড়ি আসানসোলে। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের এই প্রাক্তন ছাত্রী বর্তমানে কর্মসূত্রে শান্তিনিকেতনেই একটি বাড়িতে ভাড়া থাকেন। দিন দশেক আগে বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে ফিরেছিলেন তিনি। সুনিধির দাবি, দিন তিনেক আগে তাঁর বাড়ির বাইরে বেশ কয়েকজনকে অপরিচিত লোককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
শিল্পীর অভিযোগ, বুধবার দুষ্কৃতীরা তাঁকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিয়ো কল করেন। তাঁকে বলা হয়, তাঁর ব্যাঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। এরপর ভিডিয়ো কলের মাধ্যমেই তাঁকে 'হোম অ্যারেস্ট' করে রাখা হয়েছিল। এরপর তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইন মারফত প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় সুনিধির থেকে।
এরপর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনার পর সুনিধি বাড়ি থেকে বেরানোর সাহস করেননি। স্থানীয় বন্ধুদের সাহায্য নিয়ে গভীর রাতে অভিযোগ দায়ের করা হয়। শিল্পীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সুনিধির শান্তিনিকেতনের বাড়ির মাত্র ১০০ মিটারের মধ্যেই রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপিও অফিস। এই রকম হাই সিকিউরিটি এলাকায় এই ধরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।