তিস্তা নদীতে তলিয়ে গেল সেনাবাহিনীর গাড়ি। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক এবং তিস্তাবাজারের কাছে। সেনা সূত্রে খবর, গ্যাংটক থেকে সেবকের দিকে আসতে গিয়ে গেইলখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। পড়ে যায় তিস্তার জলে। এখনও পর্যন্ত ট্রাক এবং চালকের কোনও হদিস পাওয়া যায়নি। জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।
সেনার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সেনা ট্রাকে চালক এবং সহ-চালক দু'জনেই ছিলেন। গেইলখোলায় দুর্ঘটনার সময় সহ-চালক গাড়ি থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন। ইতিমধ্যেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ডুবুরি নামিয়ে চালক এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির খোঁজ চালানো হচ্ছে।