রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বড়সর সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ। বীরভূমে তাদের জালে ধরা পড়ল এক অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ভোটের আগে বীরভূমে অস্ত্র মজুত করার ছক কষা হয়েছিল বলেই রাজ্য পুলিশের দাবি। শুক্রবার বীরভূম বাসস্ট্যান্ড লাগোয়া অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আবদুল রহিম পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বলে দাবি করা হয়েছে।
ধৃতের কাছ থেকে ৩টি সেভেন এম এম এবং একটি ওয়ান শর্টার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ৬২টি কার্তুজ, ৯ ও ৮ এম এম কার্তুজও পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে তদন্তকারীরা আবদুল রহিমের গতিবিধির উপর নজরদারি রেখেছিলেন।