দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার রাতে পুলিশের(Police) হাতে ধরা পড়ল হাসনাবাদের(Hasnabad) ত্রাস, কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী(Arms dealer) আবু কাশেম মণ্ডল ওরফে কালো। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানা(Basanti Police Station) এলাকার শিমুলতলা হাসপাতাল মোড় থেকে পুলিশ(Police) তাকে গ্রেফতার করে।
দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসায়ীকে(Arms dealer) ধরতে অভিযান চালিয়েও সাফল্য পায়নি পুলিশ(Police)। অবশেষে গোপনসূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাসন্তী থানা(Basanti Police Station)। ওই অস্ত্র ব্যবসায়ীর থেকে ৪টি ওয়ান শাটার পাইপগান, ১০ রাউন্ড এইট এমএম কার্তুজ, এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন- WB School reopening: রাজ্যে ফের নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর সুপারিশ, চিঠি গেল নবান্নে
ওই সমস্ত অস্ত্রের বরাত তাকে কে দিয়েছিল, সেগুলি পাচারের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল- এই সমস্ত তথ্য জানতে ওই অস্ত্র ব্যবসায়ীকে(Arms Dealer) জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ(Police)। এই ব্যবসায় তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সে বিষয়েও জানতে চাইছেন পুলিশকর্তারা(Police Officers)।
আরও পড়ুন- Netaji Subhash Chandra Bose :সুভাষ-স্মরণে সাজল ট্রাম, নেতাজি জন্মদিবসে বিশেষ উদ্যোগ পরিবহন দফতরের