তৃণমূল কংগ্রেসের(TMC) দীর্ঘদিনের সাংসদ অর্জুন সিং এখন দল বদলে বিজেপির নির্বাচিত সাংসদ(BJP MP)। তৃণমূলের অন্যায়ের প্রতিবাদে দল ছেড়েছিলেন বলে বার বার দাবি করেছেন তিনি। কিন্তু এবার নিজের দল বিজেপির বিরুদ্ধেই গর্জে উঠলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদের(BJP MP) অভিযোগ, পাট নিয়ে ষড়যন্ত্র চলছে। এর পিছনে আছে আম্বানি-আদানিদের প্লাস্টিক শিল্পের স্বার্থ রক্ষার চেষ্টা। সেই কারণে এমনভাবে পাটের দাম স্থির করা হয়েছে যাতে জুটমিলগুলি বন্ধ হয়ে যায়। চাষিরাও না খেয়ে মরে। পাটের বস্তার জায়গায় তখন প্লাস্টিকের বস্তা ঢুকবে।
অর্জুনের (Arjun Singh) কথায়, “এই লড়াইয়ের সঙ্গে গোটা বাংলার স্বার্থ জড়িত। কেন্দ্রীয় সরকার পাটের দামের যে নীতি করেছে তাতে পাট চাষি থেকে জুটমিল শ্রমিক, কেউ রক্ষা পাবে না।” অর্জুনের (Arjun Singh) আরও অভিযোগ, ইতিমধ্যেই জুটের ৪০ শতাংশ মার্কেট প্লাস্টিক দখল করে নিয়েছে। আর প্লাস্টিক শিল্পের বড় জায়গা দখল করে আছেন আম্বানি-আদানিরা। ওঁদের স্বার্থ রক্ষার জন্যই জুট মিলগুলিকে টার্গেট করা হয়েছে।
আরও পড়ুন- Nadia TMC MLA: চাকরির প্রতিশ্রুতি দিয়ে আত্মসাৎ ১৬ কোটি, গ্রেফতার তেহট্টের বিধায়কের আপ্তসহায়ক সহ ৩
'দ্যা ওয়াল'কে দেওয়া এক সাক্ষাতকারে তাৎপর্যপূর্ণভাবে সংগঠন নিয়েও রাজ্য বিজেপিকে একহাত নিয়েছেন অর্জুন সিং(Arjun Singh)। কটাক্ষের সুরে তাঁর জবাব, “ফেসবুকে আছে, বুথে নেই। আসানসোলের উপনির্বাচনে(Asansol By Election) আমাকে দু’দিনের জন্য পাঠানো হল প্রচারে। আমি ফিরে এসে দলকে বললাম, কোনও চান্স নেই। ওখানে কোনও সংগঠন নেই। পরে শুনলাম, ৯০০ বুথে এজেন্টই দিতে পারেনি পার্টি। আসলে রাজনীতি আর ভোট, দুটো এক নয়। বিশেষ করে বাংলায় বুথ স্তরে সংগঠন না থাকলে কিচ্ছু হবে না। তবে, আবারও বলছি, বিজেপির(BJP West Bemgal) বুথে সংগঠন না থাকলেও ফেসবুকে অবশ্যই আছে”।