উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন , অর্জুন সিং বিজেপির সাংসদ। তার প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে নিজেকে গর্বিত বলে মনে করছেন তিনি।
কী জানিয়েছেন অর্জুন সিং?
ব্যারাকপুরের সাংসদ জানিয়েছেন, BJP-র সাংসদ হওয়া সত্বেও তাঁকে ব্রিগেডের তৃণমূলের সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। যার জন্য তিনি নিজেকে গর্বিত বলে মনে করছেন।
ব্রিগেডে জনগর্জন সভায় ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করে তৃণমূল। এরপরই ক্ষুব্ধ হন অর্জুন সিং। ব্যারাকপুরে তাঁর অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়। অর্জুন সিং জানান, তাঁকে লোকসভার টিকিট দেওয়া হবে বলেই তিনি দলে আসেন।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
উত্তরকন্যায় অর্জুন সিংকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, "ও এখনও বিজেপির সাংসদ।" শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে জানান, "ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক।"