'তৃণমূলে ফিরে আসা ভুল হয়েছে'। টিকিট না পাওয়ার ২৪ ঘন্টা পর উপলব্ধি অর্জুন সিংয়ের। অর্জুন আরও জানিয়েছেন, ব্রিগেডের মঞ্চে বসে ১১.৪৬ মিনিটে জানতে পেরেছিলেন তাঁকে টিকিট দেওয়া হচ্ছে না। তবুও, দলের সৈনিক হিসেবে মঞ্চেই বসেছিলেন। যাতে কেউ 'বিদ্রোহী' না বলতে পারে।
রবিবাসরীয় ব্রিগেডের ময়দানে উপস্থিত ছিলেন অর্জুন সিং। কিন্তু ৪২ জন প্রার্থীর নামের তালিকায় নাম ছিল না তাঁর। বদলে ব্যারাকপুরে টিকিট পেয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এরপরেই জল্পনা শুরু হয়েছিল তবে কি বিজেপিতে ফিরছেন তিনি?
আরও পড়ুন - সোমবারই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা, পদত্যাগপত্র পাঠালেন সায়ন্তিকা
এই বিষয়ে অর্জুন সিং আরও জানিয়েছে, তাঁকে প্রার্থী না করায় কর্মীদের ক্ষোভ রয়েছে। কিন্তু সকলকে শান্ত থাকতে বলেছেন। ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে। পার্থ ভৌমিকের সঙ্গেও তাঁর কথা হয়েছে। সব দিক ভেবে সিদ্ধান্ত নেবেন।