গরুপাচার তদন্ত মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গত শুক্রবার ব্যক্তিগত ১০ লক্ষ টাকার বন্ডে বীরভূমের এই নেতাকে জামিন দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। যদিও জামিন মঞ্জুরের পাশাপাশি তৃণমূল নেতার সামনে বেশ কয়েকটি শর্ত রেখেছে আদালত। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার জেলায় ফিরতে পারেন অনুব্রত। তার আগে বোলপুরের রাস্তায় তোরণে ফের দেখা গেল বীরভূমের জেলা সভাপতিকে।
মঙ্গলবার জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগমনে বোলপুরের রাস্তায় তৈরি করা হয়েছে এই তোরণ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে রয়েছে কেষ্ট মণ্ডলের ছবি।
গত ৩০ জুলাই গরুপাচার তদন্ত মামলায় অনুব্রতকে প্রথম জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। গত শুক্রবার দিল্লির আদালতে অনুব্রত জামিন মঞ্জুরের পর তৃণমূল নেতার আইনজীবী শাম্ব মিত্র দাবি করেন, তাঁর মক্কেল গরুপাচার থেকে আর্থিক সুবিধা পেয়েছেন, আদালতে তা প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা ইডি। অনুব্রতর আইনজীবী আরও জানিয়েছিলেন, এই মামলায় প্রায় হাজার পাতার চার্জশিট আদালতে দাখিল করেছিল ইডি। কিন্তু তাতে বয়ান বাংলায় লেখা থাকার কারণে, তার অনুবাদ এখনও চলছে।
মঙ্গলবার দুটি বিষয়ের জন্য আলোচনায় থাকবে বীরভূম। এক, জেলায় গিয়ে বন্যা দেখার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আর দুই, জেলা অপেক্ষায় থাকবে অনুব্রত আগমনের জন্য। তবে, কখন অনুব্রত বীরভূমে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।
বঙ্গ রাজনীতিতে অনুব্রত মণ্ডল একটা পরিচিত নাম। গরুপাচার তদন্ত মামলায় ইডির মামলায় জামিন পেয়েছেন তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডল। তিহাড় থেকে বীরভূমে ফিরে আগামী দিনে জেলার রাজনীতিতে কী আগের জায়গায় ধরে রাখবেন কেষ্ট মণ্ডল ? তাঁর জেলায় ফেরার আগে এই প্রশ্ন রাজনৈতিক মহলের। কারণ, গত দু বছরে পরিবেশ, পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি রাজনৈতিক মহলের। যদিও গত লোকসভা ভোটে অন্য জেলায় সাংগঠনিক রদবদল করলেও, অনুব্রতর উপরেই আস্থা দেখিয়েছিলেন তৃণমূল নেত্রী। এই প্রশ্নের মধ্যেই আর একটি প্রশ্ন, মঙ্গলে কি সামনাসামনি সাক্ষাৎ হবে মমতা-অনুব্রত ?