বিপুল পরিমাণ টাকা। অথচ, তাকে আড়াল করে রাখা চাই। আর সেই কারণেই অনুব্রত মন্ডলের ঢাল হয়ে উঠেছিল অজস্র বেনামী অ্যাকাউন্ট। ইডির চার্জশিটে রয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। কার নামে ছিল না সেইসব বেনামী অ্যাকাউন্ট! তৃণমূলের দুই কাউন্সিলর থেকে একাধিক তৃণমূল কর্মী- তালিকায় রয়েছেন সকলেই! শুধু তাই নয়, সমাজের নিচুতলার বহু মানুষই অনুব্রত মন্ডলের লাভের টাকায় 'বড়লোক' হয়ে উঠেছেন ব্যাঙ্কের খাতায়। এঁদের মধ্যে একজন হলেন সব্জি বিক্রেতা বিজয় রজক। ইডি তার চার্জশিটে জানিয়েছে, এই বিজয়ের নামে একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন অনুব্রত! সেই অ্যাকাউন্টে ঢুকত গরু পাচারের ব্যবসাজাত লাভের টাকা।
শুধু বিজয়ই নন, তৃণমূল কাউন্সিলর ওমর শেখ, দলীয় কর্মী অর্ক দত্ত, তাপস মণ্ডল ও শ্যামাপদ কর্মকার- এঁদের প্রত্যেকের নামে অনুব্রতর কথায় সায়গল হোসেন বেনামে অ্যাকাউন্ট খোলেন বলে জানিয়েছে ইডি। অনুব্রত মণ্ডলের ও তাঁর ঘনিষ্ঠদের মোট ২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৩ কোটি টাকা রয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি৷