ফের তোরণে অনুব্রত। একপাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সব কিছু ঠিক থাকলে গরুপাচার তদন্ত মামলায় জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল ফিরছেন। নিজের জেলায় ফিরছেন ঠিক দু বছর পরে।
জেলা তৃণমূল সভাপতি আসার আগেই সেজে উঠেছে বীরভূমের রাস্তায়। তোরণে ফিরে এসেছে কেষ্টর হাসি মাখা মুখও। মঙ্গলবারই জেলার বন্যা দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করবেন প্রশাসনিক বৈঠক। এই সফরে মমতা-অনুব্রত দেখা হবে কীনা, তা নিয়ে এখন জল্পনা।
গত শুক্রবার গরুপাচার তদন্ত মামলায় ইডির করা মামলা থেকে জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির আদালত জানিয়েছে, গরুপাচারে অনুব্রত আর্থিক ভাবে সুবিধা পেয়েছেন, সেই অভিযোগ ইডি প্রমাণ করতে পারেনি। এর আগে, সিবিআই মামলাতেও কেষ্টকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুক্রবার বিকেল থেকেই উৎসব শুরু হয়ে যায় বীরভূমের রাস্তায়। মিস্টি বিলি করেন জেলার তৃণমূল নেতারা। তৃণমূল নেতা কাজল শেখ দাবি করেন, এই মুক্তি প্রত্যাশিত ছিল। সবুজ রসগোল্লা, সবুজ আবিরে শুরু হয় উৎসব। মঙ্গলবার জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার জন্য বোলপুরের বিভিন্ন রাস্তাকে সাজানো হয়েছে তোরন দিয়ে। সেই তোরনেই ফের তৃণমূল নেত্রীর সঙ্গেই দেখা যাচ্ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে।