মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে 'বীরের সম্মান দিয়ে' জেল থেকে বের করে আনার বার্তা দিতেই চাঙ্গা বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। শুক্রবার সকালে তাঁর শরীরী ভাষায় দেখা মিলল ভরপুর আত্মবিশ্বাসের। অনুব্রত জানালেন, জেলে কেউ দীর্ঘদিন থাকে না। তিনি নিশ্চয় জেল থেকে বের হয়ে আসবেন।
শুক্রবার সকালে আসানসোলের সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার সময় তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম। ক্যামেরার সামনে আবারও দেখা গেল সেই দাপুটে অনুব্রতকে। রীতিমতো আত্মবিশ্বাসী গলায় বন্দি তৃণমূল নেতা বললেন, তিনি নিশ্চয় ছাড়া পাবেন।
Netaji Subhash Statue: নেতাজীর ২৮ ফুটের পুর্ণাবয়ব মূর্তি উন্মোচন মোদীর, কর্তব্য পথের যাত্রা শুরু
মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বিধাননগরে সাংসদ ও বিধায়কদের আদালতে পেশ করার জন্য আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। বীরভূমের দাপুটে নেতা বলেন,
‘‘জেলে কন্টিনিউ কেউ থাকে না, ছাড়া পায়। নিশ্চয়ই ছাড়া পাব, ছাড়া পেলে যাব। এ আর বলার কী আছে।’’ গলায় তখন ভরপুর আত্মবিশ্বাস।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সমাবেশ ছিল। সেখানে অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দেন মমতা। বিজেপিকে তীব্র আক্রমণ করে অনুব্রত মণ্ডলের পক্ষে সরব হন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের সহকর্মীর পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, ‘‘বীরের সম্মান দিয়ে ওকে (অনুব্রত) জেল থেকে বার করে আনবেন।" সেই আশ্বাসের পর খোশমেজাজে অনুব্রতও।