Anubrata Mandal : নিজাম প্যালেস নয়, গাড়ি পৌঁছল এসএসকেএম হাসপাতালে, পঞ্চমবার হাজিরা এড়ালেন অনুব্রত

Updated : Apr 06, 2022 12:47
|
Editorji News Desk

গরুপাচার কাণ্ডে পঞ্চমবার হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল Anubrata Mondal) । বুধবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরোন তিনি । সবাই ভেবেছেন গাড়ি পৌঁছাচ্ছে নিজাম প্যালেসে (Nizam Palace) । সেইসময় অনুব্রতকে জেরা করার জন্য নিজাম প্যালেসে অপেক্ষা করছিলেন সিবিআই (CBI) কর্তারা । কিন্তু, হঠাৎ জানা গেল, গাড়ি সিবিআই দফতরে নয়, পৌঁছেছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) । উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন অনুব্রত ।

অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব কুমার দাঁ জানিয়েছেন, 'দাদা তো কলকাতায় এসেছেন সিবিআই-এর সঙ্গে দেখা করতেই । কিন্তু, আজ সকালে হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয় । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দাদা সিবিআইকে সাহায্য করতে চান । তাঁর অন্য কোনও উদ্দেশ্য নেই । ' সঞ্জীব কুমার অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য সম্পর্কে সিবিআই দফতরে গিয়ে জানাবেন । এমনটাই জানালেন তিনি ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালের দিকে কলকাতায় পৌঁছন অনুব্রত মণ্ডল । চিনার পার্কের ফ্ল্যাটে গিয়ে ওঠেন । তখন থেকেই জল্পনা চলছিল, বুধবার কি তিনি শেষপর্যন্ত হাজিরা দেবেন সিবিআই দফতরে ? যদিও, কেষ্ট-র অনুগামীরা বলেছিলেন, চিকিৎসার জন্য তাঁদের দাদা কলকাতায় আসছেন । এরপরই জল্পনা আরও তুঙ্গে ওঠে । বুধবার সকালেই সব জল্পনার অবসান ঘটল । নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএম-এ পৌঁছলেন তিনি । 

আরও পড়ুন, Anubrata Mondal : ফের হাজিরা এড়িয়ে হাসপাতালে অনুব্রত, চিঠিতে সিবিআইকে তদন্তে সহযোগিতার দাবি কেষ্ট-র
 

অন্যদিকে, অ্যাডিশনার এসপির নেতৃত্বে সিবিআই-এর একটি পাঁচ সদস্যের দল তৈরি করা হয়েছে অনুব্রত মণ্ডলে জিজ্ঞাসাবাদ করার জন্য । নিয়ম অনুযায়ী, হাজিরার নির্দিষ্ট সময় থেকে চার ঘণ্টা পেরিয়ে গেলেও, যদি কেউ হাজিরা না দেয়, সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা পরবর্তী পদক্ষেপ নিতে পারে । উল্লেখ্য, অনুব্রত মণ্ডল সিবিআই-এর জেরা এড়ানোর জন্য রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ।  

রাজ্যে গরুপাচার কাণ্ডে তদন্তে নেমে সিবিআই-এর তালিকায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম । এখনও পর্যন্ত চারবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে । কিন্তু, প্রত্যেকবারই তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন । গরু পাচার (Cattle Smuggling) মামলায় তাঁকে প্রথম ১৪ ফেব্রুয়ারি ডেকে পাঠানো হয় । সেদিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি । পরে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল তাঁকে । ওইদিনও অসুস্থতার অজুহাত দেখিয়ে হাজিরা দেননি তিনি । এরপর গত ৪ মার্চ ফের অনুব্রতকে নোটিস পাঠানো হয় সিবিআইয়ের তরফে । ১৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল । এরই মাঝে সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন অনুব্রত । গত ১১ মার্চ উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় রক্ষাকবচ উঠে যায় তাঁর ।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান । সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট । এরপরই ফের অনুব্রতকে জেরা করে সিবিআই ।

SSKM hospitalanubrata mondalCBInizam palace

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর