আদরের 'রুবাই'কে চোখে হারান বাবা অনুব্রত। আর সেই মেয়েকে নিয়েই প্রশ্ন শুনে মেজাজ হারালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রশ্নের মুখে রুষ্ট অনুব্রত সংবাদমাধ্যমের বুম একহাতে মুচড়ে সরিয়ে দেন। নিজাম প্যালেসে ঢোকার মুখে অনুব্রতর এই কাণ্ডে তাজ্জব সংবাদকর্মীরাও।
জানা গিয়েছে, কম্যান্ড হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা শেষে নিজাম প্যালেসে ঢুকতেই অনুব্রতর গাড়ি ঘিরে ধরেন সাংবাদিকরা। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, গরুপাচার-কাণ্ডে অনুব্রতের মেয়ের ভূমিকা কী? এরপরেই রুষ্ট অনুব্রত সংবাদমাধ্যমের বুম ধরে মুচড়ে সরিয়ে দেন। গত বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পর থেকে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই জবাব দেননি কেষ্ট। শত প্রশ্নেও তাঁকে নির্বিকার থাকতেই দেখা গিয়েছে। তবে মঙ্গলবার নিজাম প্যালেসে নিজের পুরনো মেজাজেই পাওয়া গেল তৃণমূলের এই দাপুটে নেতাকে।
তবে সূত্রের খবর, নিজাম প্যালেসে গাড়ি থেকে নামার সময় আচমকাই জুতো খুলে যায় কেষ্টর। সাংবাদিক-বেষ্টিত তৃণমূল নেতা খুলে যাওয়া জুতোর নাগাল পাচ্ছিলেন না কিছুতেই। বেশ কয়েকবার ব্যর্থ হন। তারপরই মেয়েকে নিয়ে সাংবাদিকের প্রশ্ন এবং তার জবাবেই কুপিত হন কেষ্ট। তবে রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ানোর বার্তা পেতেই ফের স্বমহিমায় বীরভূমের এই দাপুটে নেতা।