অনুব্রত(Anubrata Mondal) 'রাজনৈতিক দৈত্য'। মঙ্গলবার আদালতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জামিনের বিরোধিতায় এমনটাই অভিযোগ সিবিআইয়ের(CBI on Anubrata Mondal)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জামিন পেলে প্রভাব খাটিয়ে অনেক হিসেব উল্টে দিতে পারেন এই তৃণমূল নেতা(Anubrata Mondal on Cow Smuggling)। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। মঙ্গলবার সিবিআই বনাম অনুব্রতের আইনজীবীর সওয়াল-জবাবে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হাইকোর্ট(Calcutta High Court)।
এদিন আদালতে সিবিআইয়ের(CBI on Anubrata Mondal) আইনজীবী ডিপি সিং জানান, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অত্যন্ত প্রভাবশালী। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের(Saigal Hossain) সঙ্গে গরু পাচার মামলায় প্রধান অভিযুক্ত এনামুলের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল। তাঁদের মধ্যে হওয়া ৩৯টি কলের রেকর্ড হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI on Cow Smuggling)। তাঁদের দাবি, ওই এলাকার ৩টি হাট থেকে সীমান্ত দিয়ে গরু পাচার হত। আর এই পুরো অপারেশনটি চলত বীরভূমের 'বেতাজ বাদশা' কেষ্ট মণ্ডলের ইশারাতেই।
আরও পড়ুন- Vande Bharat Security: মালদায় পাথর হামলার জের, তড়িঘড়ি বাড়ানো হল 'বন্দে ভারত' এক্সপ্রেসের নিরাপত্তা