ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় বীরভূমের তৃণমূল নেতাকে। সিবিআই সূত্রের খবর, সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে ভুয়ো অ্য়াকাউন্ট নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন আদালতে সেই বিষয়টি তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গরুপাচার মামলায় জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেন অনুব্রত মণ্ডল। উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেন। স্থানীয় ব্যাঙ্কে প্রায় ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারীরা। এই বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI)। সব তথ্য এদিন আদালতে পেশ করে সিবিআই।
আরও পড়ুন: যোগাযোগ রাখছেন মিঠুন চক্রবর্তী, বিস্ফোরক দাবি ফিরহাদ হাকিমের
সিবিআই দাবি করে সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে মোট ২৩১টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। এই সব অ্য়াকাউন্ট থেকে লেনদেনের হদিশও পেয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের আইনজীবীরা দাবি করেন, আরও একটি নতুন গাড়ির সন্ধানও পেয়েছেন তাঁরা।