বাবা-মেয়ে দু'জনেই এখন তিহাড় জেলে, বেশ কয়েক মাস দেখা হয়নি দু'জনের। জেলের (Tihar Jail) নিয়ম অনুসারেই আগামী শনিবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে মেয়ে সুকন্যার (Sukanya Mondal) দেখা হতে পারে। তিহাড়ে প্রতি শনিবার কয়েদিদের সঙ্গে তাঁদের পরিবারের দেখা করার অনুমতি রয়েছে। সেক্ষেত্রে বিশেষ কোনও বাধা না থাকলে এবং জেল সুপারের অনুমতি পেলেই অনুব্রত ও সুকন্যার দেখা হতে পারে।
গরু পাচার মামলায় অনুব্রতর মণ্ডলের পর গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। অনুব্রতর পাশে ৬ নম্বর সেলেই রয়েছেন সুকন্যা। কিন্তু, তারপরেও বাবার সঙ্গে দেখা হয়নি তাঁর। গ্রেফতারির পর থেকেই একাধিকবার বাবার সঙ্গে দেখা করতে চেয়েছেন সুকন্যা।
এদিকে, অনুব্রত মণ্ডল আসানসোল জেলে ফিরতে চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে। আগামী শনিবারই সেই মামলার শুনানি।