Sukanya Mondal Property: গত ৯ বছরে উল্কার গতিতে আয় বেড়েছে অনুব্রতর, এক বছরে সুকন্যাই আয় করতেন কোটি টাকা

Updated : Oct 19, 2022 14:41
|
Editorji News Desk

কয়েক বছরের মধ্যে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের আয় বেড়েছে ২০ গুন। গরু পাচার মালার তদন্ত করতে গিয়ে অনুব্রতর আয়ের যে হিসেব পেয়েছেন তদন্তকারীরা তাতে এমনটা জানা গিয়েছে। সূত্রের খবর, ২০১৩-১৪ অর্থবর্ষে অনুব্রতর রোজগার ছিল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৭ টাকা। যা বাড়তে বাড়তে ২০২১ সালে সেই আয়ের পরিমাণ হয়েছে প্রায় কোটিতে। যা দেখে কার্যত চমকে উঠেছেন আধিকারিকরা।  

আয়কর দফতরের হিসেব অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবর্ষে অনুব্রতর রোজগার ছিল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৭ টাকা। ২০১৪-১৫ আর্থিক বর্ষে যা বেশ খানিকটা বেড়ে হয় ৬ লক্ষ ৮৫ হাজার ৬০৪ টাকা। ২০১৫-১৬ সালে আশ্চর্যজনক ভাবে যা বেড়ে হয় ১৫ লক্ষ ২০ হাজার ৫৯ টাকা। আর এর পর থেকেই কার্যত উল্কারগতিতে বেড়েছে অনুব্রতর আয়। যা ২০২১-২২ সালে গিয়ে দাঁড়ায় ১ কোটি ১ লক্ষ ৩ হাজার ৬৬৪ টাকা। 

শুধু অনুব্রত নয়। বেড়েছে তাঁর মেয়ে সুকন্যা এবং তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলেরও। সুকন্যা খাতায় কলমে একজন প্রাইমারি শিক্ষিকা। যার ২০১৩-১৪ আর্থিক বর্ষে সুকন্যার আয় ছিল ৩ লক্ষ ৯ হাজার ৩৯৯ টাকা। যা ২০২০-২১ অর্থবর্ষে একলাফে বেড়ে দাঁড়ায় ১ কোটি ৪৪ লক্ষ ৯৪ হাজার ৯০ টাকা। যদিও ২০২১-২২ অর্থবর্ষে যা খানিকটা কমে হয়েছে ৯২ লক্ষ ৯৭ হাজার টাকা। 

অন্যদিকে, অনুব্রতর স্ত্রী। যিনি একজন গৃহবধূ ছিলেন। আয়কর দফতর জানাচ্ছে, তাঁর ২০১৩-১৪ আর্থিক বছরে আয় ছিল ৪ লক্ষ ৪৫ হাজার ২৬০ টাকা। যা ২০১৬-১৭ সালে বেড়ে হয় ৯৫ লক্ষ ৯৬ হাজার টাকা। 

২০১৩-২০১৪ আর্থিক বর্ষে সরকারি হিসেব অনুযায়ী, গোটা পরিবারের আয় ছিল বছরে ১২ লক্ষ ৮৭ হাজার ৬৯৬ টাকা। মাত্র ৯ বছরে ওই আয় প্ররায় ২০ গুন বেড়ে হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ১৩ হাজার ২৩৪ টাকা। তদন্তকারী সংস্থার দাবি, এই আয়ের হিসেবেও বিপুল গড়মিল রয়েছে। বিপুল পরিমানে টাকা বাড়ির একাধিক কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হত বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।   

Anubrata MandalAnubrata's DaughterkolkataBirbhum

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর