ভালই আছেন অনুব্রত মণ্ডল। নিজের জেলায় ফিরে স্বস্তিই বোধ করছেন। রাতে ভাল ঘুমিয়েছেন বলেই খবর। এতদিন ছিলেন পশ্চিম বর্ধমান জেলায়। কিন্তু মঙ্গলবার রাজ্য পুলিশের হাতে গ্রেফতারের পর তিনি বীরভূমে। আপাতত তাঁকে তিহাড় যেতে হচ্ছে না। মঙ্গলবার রাতে তিনি ছিলেন দুবরাজপুর থানায়। তাঁর জন্য থানারই একটি ঘরে খাট পাতা হয়েছিল। তাতেই আরাম করে ঘুমিয়েছেন। সকালে উঠে পুরি-সব্জিও খেয়েছেন।
সৌজন্যে শিবঠাকুর মণ্ডল। তাঁর অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে, তাঁকে পশ্চিম বর্ধমান থেকে আনা হয়েছে দুবরাজপুরে। রাতে তাঁর সেখানেই থাকার ব্যবস্থা করা হয়েছিল। সূত্রের খবর, বেগুনপোড়া আর রুটি খেয়েই রাত কাটিয়েছেন অনুব্রত। যদিও সন্ধ্যায় তাঁর জন্য ব্যবস্থা করা হয়েছিল চপ ও মুড়ি।
তিনি থানাতেই থাকবেন, তা আঁচ আগেই করা হয়েছিল। সেইজন্য থানাতেই তৃণমূল জেলা সভাপতির জন্য সব ব্যবস্থা করা হয়। সঙ্গে তাঁর উপর নজরদারি রাখতে রাখা হয়েছিল সিসি ক্যামেরাও।