শারীরিক অবস্থা ভাল নেই তাঁর । মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে । কিন্তু, সিবিআইকে (CBI) সবরকম সাহায্য করতে রাজি তিনি । এমনকী, হাসপাতালেও তাঁকে জেরা করতে পারেন সিবিআই আধিকারিকরা । সিবিআইকে চিঠি দিয়ে এমনই জানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) । বুধবার দুপুরের দিকে তাঁর আইনজীবীরা সিবিআই দফতরে গিয়ে চিঠি জমা দিয়েছেন (Anubrata Mandal sends letter to CBI) । এদিন, সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী ।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবি অনির্বাণ গুহঠাকুরতা জানান, "অনুব্রত মণ্ডলের আসার চেষ্টা করেছিলেন । সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য তিনি সিউড়ি থেকে কলকাতায় এসেছিলেন । কিন্তু, দুর্ভাগ্যবশক হঠাৎ-ই তাঁর শরীর খারাপ হয়ে যায় । এই মুহূর্তে অনুব্রত মণ্ডল উডবান ওয়ার্ডে চিকিৎসাধীন । চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে । তিনি সিবিআইকে চিঠি পাঠিয়েছেন । তাঁর হয়ে সেই চিঠি সিবিআই দফতরে জমা দেওয়া হয়েছে । তদন্তে তিনি সহযোগিতা করতে চান । সুস্থ হলে তিনি আবার হাজিরা দেবেন । হাসপাতালেও জেরায় রাজি তিনি ।"
বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের । এদিন, সকালে আইনজীবীকে সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরোন তিনি । সবাই ভেবেছিলেন গাড়ি পৌঁছাচ্ছে নিজাম প্যালেসে (Nizam Palace) । সেইসময় অনুব্রতকে জেরা করার জন্য নিজাম প্যালেসে অপেক্ষা করছিলেন সিবিআই (CBI)কর্তারা । কিন্তু, শেষ পর্যন্ত সিবিআই দফতরে এলেন না অনুব্রত মণ্ডল । পৌঁছালেন এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। এই মুহূর্তে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন অনুব্রত । তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ।
আরও পড়ুন, Anubrata Mondal : নিজাম প্যালেস নয়, গাড়ি পৌঁছল এসএসকেএম হাসপাতালে, পঞ্চমবার হাজিরা এড়ালেন অনুব্রত
এরপরই সিবিআইকে চিঠি পাঠান অনুব্রত মণ্ডল । চিঠিতে তিনি লেখেন, 'গরুপাচার কাণ্ডের তদন্তে সহযোগিতা করার জন্য আমি মঙ্গলবারই বোলপুর থেকে কলকাতায় আসি । কিন্তু, বুধবার সকাল থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করে । বুকের মধ্যে ব্যথা অনুভব করছিলাম । ঘাম হচ্ছিল । সঙ্গে সঙ্গে আমি এসএসকেএম হাসপাতালে যাই । চিকিৎসকরা আমাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন । '
এরপরই তিনি চিঠিতে সিবিআই-এর থেকে চার সপ্তাহ সময় চেয়ে নেন । অথবা তাঁকে হাসপাতালে গিয়েও জেরা করতে পারে সিবিআই আধিকারিকরা ।
রাজ্যে গরুপাচার কাণ্ডে তদন্তে নেমে সিবিআই-এর তালিকায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম । এর আগে চারবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে । কিন্তু, প্রত্যেকবারই তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন । এরই মাঝে সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন অনুব্রত । গত ১১ মার্চ উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় রক্ষাকবচ উঠে যায় তাঁর । সম্প্রতি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান । সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট । এরপরই ফের অনুব্রতকে জেরা করে সিবিআই ।