Anubrata Mandal:সোমবারই হাজিরা দিতে হবে, অনুব্রতকে জানিয়ে দিল সিবিআই

Updated : Aug 15, 2022 07:41
|
Editorji News Desk

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সোমবারই সিবিআই দফতরে হাজির দিতে হবে। প্রয়োজনে এসএসকেএমে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁকে নিজাম প্যালেসে যেতে হবে। সূত্রের খবর, সিবিআই তলবের প্রেক্ষিতে অনুব্রতর চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, গরু পাচার মামলায় সোমবার হাজিরা দিতে অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু, সোমবার নিজাম প্যালেসে যাচ্ছেন না বলে ইমেল মারফৎ তা জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু সেই মেলের জবাবে সিবিআই জানিয়েছে, তাঁকে সোমবারই হাজিরা দিতে হবে। 

রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। সূত্রের খবর, সোমবার শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে পারেন। বেলা ১২টা নাগাদ বোর্ড বসার কথা এসএসকেএমে। ১১ নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোবেন তিনি বলেও জানা যাচ্ছে।

প্রায় ৯ টা ১০ মিনিট নাগাদ চিনার পার্কের ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। সাংবাদিকরা নানা প্রশ্ন করলেও, তার জবাব দিতে খুব একটা আগ্রহী ছিলেন না তিনি। সোমবার কি অনুব্রত নিজাম প্যালেসে যাচ্ছেন? এর উত্তরে তাঁর আইনজীবী শুধু জানান, “এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে কিছু বলাও সম্ভব নয়।” প্রশ্ন করা হয়েছিল সিবিআইকে ইমেল করা নিয়েও। জবাবে অনুব্রতর আইনজীবী বলেন, “এক্ষুনি কিছু বলা যাবে না।”

অনুব্রতর শারীরিক অবস্থা প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর আইনজীবী জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তাই এ বিষয়ে যা বলার তা চিকিৎসকরাই ভাল বলতে পারবেন। তবে কি সোমবার এসএসকেএমে যাচ্ছেন অনুব্রত মণ্ডল? তার উত্তরও ধোঁয়াশায় জিইয়ে রইল। অনুব্রতর আইনজীবী জানালেন, সবই স্পষ্ট হবে সোমবার।

 

 

Anubrata MandalCBI

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর