গরুপাচার তদন্ত মামলায় ২৪ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শনিবার তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল। অনুব্রতকে আদালতে পেশের আগেই সিবিআই তাঁকে আরও চারদিন হেফাজতে রাখার আবেদন করেছিল। উল্টো দিকে অনুব্রতর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে এদিন আদলতে তৃণমূল নেতার জামিনের আবেদন করা হয়। তা খারিজ করে সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে আদালত।
সকালে নিজাম প্যালেস থেকে আসানসোল যাওয়ার আগে অনুব্রত দাবি করেছিলেন, তিনি ১০০ শতাংশ সিবিআইকে সাহায্য করছেন। কিন্তু এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদ এড়াতে যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং অনবরত সিবিআইকে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবীর পাল্টা দাবি, কখনও সিবিআইকে এড়াননি তৃণমূল নেতা। বরং শুরু থেকেই তিনি সিবিআইকে অনুরোধ করেন বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করার জন্য।
এদিন আদালতে অনুব্রত বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ দাখিল করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর অভিযোগ, কোটি টাকার সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল। নিজের প্রভাব খাটিয়েছেন অনুব্রত। চিকিৎসকদের চাপ দিয়ে ভুয়ো প্রেসক্রিপশন লিখিয়েছেন। এমনকী, দেহরক্ষীর মধ্যস্থতায় টাকা রোজগার করেছেন। এই ঘটনাকে ব্যবসা নয়, চক্র বলেই উল্লেখ করেছেন সিবিআইয়ের আইনজীবী।