জমির মিউটেশনেও বিপত্তি। সোমবার বিশ্বভারতীর নতুন আপত্তিতে ভেস্তে গেল অমর্ত্য সেনের বাড়ির মিউটেশনের কাজ। এদিন বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে বিশ্বভারতীর অভিযোগ, ১.৩৮ একর নয়, অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.২৫ একর লিজ দেওয়া হয়েছিল। মিউটেশন শুনানিতে এমনটাই দাবি বিশ্বভারতীর আইনজীবীর। যদিও অমর্ত্যর আইনজীবীর দাবি, এই ব্যাপারে আরও সময় চেয়েছে বিশ্বভারতী।
সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে দেখা করে তাঁর বাড়ির কাগজপত্র তুলে দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই সমালোচনা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এরপর এই ইস্যুতেই কিছুদিন উত্তাল হয় রাজ্য রাজনীতি। জমির লিজের পরিমাণ সম্পর্কে নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিন বিএলআরও দফতরে একই দাবি করা হয়েছে। বিশ্বভারতীর আইনজীবীর দাবি, ১৯৪৩ সালে আশুতোষ সেন ১.২৫ একর জমির লিজ নিয়েছিলেন। ফলে সেই পরিমাণ জমির মিউটেশনই করতে হবে। তার বেশি নয়।