কৃষকবন্ধু প্রকল্পে(Krishak Bandhu Project) আবারও সুখবর। খারিফ মরসুমে আরও প্রায় ১০ লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হল। কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা চলতি মে মাসে দেওয়া হবে। প্রথমে এক একরের বেশি জমি থাকলে বছরে ছ’হাজার টাকা দেওয়া হত। গত বছর থেকে এই অনুদান বছরে ১০ হাজার টাকা করা হয়েছে। আর এক একরের কম জমি থাকলে সেই কৃষক(Farmers in Bengal) পান চার হাজার টাকা করে। বছরে দু’বার করে এই টাকা পান কৃষকরা। ২০১৯ সালে এই কৃষকবন্ধু প্রকল্প চালু করে তৃণমূল সরকার(TMC Govt.)।
এক আধিকারিকের কথায়, ‘‘বাংলাই(West Bengal) হল একমাত্র রাজ্য, যেখানে এইধরনের প্রকল্পের মাধ্যমে শুধু চাষি নয়, ভাগচাষিদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়। এবারও আমরা যা হিসেব পাচ্ছি, তাতে দেখছি এই সুবিধাভোগীর সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ বাড়ছে।’’
আরও পড়ুন- Jhargram News: ফের হাতির হামলায় একজনের মৃত্যু, বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে গ্রামবাসী
কৃষি দফতর সূত্রে খবর, নতুন আবেদনগুলি গৃহীত হলে সুবিধাভোগীর মোট সংখ্যা দাঁড়াবে ৮৮ লক্ষ ৯০ হাজার। সম্প্রতি পাওয়া তথ্য, অনুযায়ী এখন মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ২২ হাজার। ফলে এই খরিফ মরসুমে অন্তত আট লক্ষ ২৭ হাজার কৃষক ও ভাগচাষি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আসতে চলেছে। উল্লেখ্য, গত রবি মরসুম অবধি ৭৭ লক্ষ ৯৫ হাজার কৃষক(Bengal Farmers) ও ভাগচাষি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।